\ শিপ্রা দেবী \
২০২৪ -২০২৫ অর্থ বছরে রাঙ্গামাটি সদর উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ ও উন্নয়নমুলক কর্মকান্ডে সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ০৯ জুলাই সকালে রাঙ্গামাটি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমার সভাপতিত্বে সভায় এলজিডির সদর উপজেলা প্রকৌশলী প্রণব রায় চৌধুরী, পি আই ও মো রিয়াদ হোসেন সহ সদয় উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এ সময় রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, পাহাড়ের শিক্ষা ব্যবস্থাকে আরো গতিশীল করতে কাজ উপজেলা পরিষদ। তিনি বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে এডিপি, টি আর- কাবিখা হতে বরাদ্দ হতে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ড্রেস, শিক্ষা উপকরণ, ফ্যান, কম্পিউটার, সোলার, নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন স্কুলের প্রধান শিক্ষকদের মাঝে বিতরণ করা হয় ।
তিনি বলেন, সদর উপজেলার ১৩ টি স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, ২ টি স্কুলে শিক্ষা উপকরণ, ২ টি স্কুলে ৮ টি কম্পিউটার, ১ টি মাদ্রাসায় কম্পিউটার, আই পি এস, ১ টি স্কুলে ১০ টি ফ্যান, ১০০০ পিস স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ৬ টি স্কুলের জন্য সিঁড়ি, এছাড়া স্কুলে যাওয়ার রাস্তা নির্মাণ করা হয়েছে।
এছাড়া রাঙ্গামাটি সদর উপজেলার ৬ টি ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউনিয়ন পরিষদ সচিববৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।