। নিজস্ব প্রতিবেদক।
রাঙ্গামাটিতে ওয়ার্ড ভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান করেছে রাঙ্গামাটি পৌরসভা।
মঙ্গলবার সকালে রাঙ্গামাটি পৌরসভার আয়োজনে ওয়ার্ড ভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি শহরের বনরুপা বাজারের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের প্রাঙ্গনে গিয়ে শেষ হয় । পরে পৌরসভার ৯ ওয়ার্ডের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো হাবিব উল্লাহ।
এসময় পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন, পৌরসভার নির্বাহী সচিব ইয়াসিন খন্দকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জনসংহতি সমিতির সভাপতি গঙ্গামানিক চাকমা সহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন , রাঙামাটি একটি পর্যটন এলাকা। এখানে প্রতিদিন দেশ-বিদেশের প্রচুর দর্শণার্থী ভ্রমণ করেন। তাদের মাঝে পরিচ্ছন্ন শহর উপহার দেওয়ার জন্য সকলকে সচেতন থাকতে হবে। নিজের আঙ্গিনা, দোকানের সম্মুখ পরিষ্কার রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না। নির্দিষ্ট সময় মেনে পৌরসভার ডাস্টবিনগুলো ময়লা ফেলার আহ্বান জানান তিনি