রাঙ্গামাটির প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমানোন্নয়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে—-কৃষিবিদ কাজল তালুকদার
\ নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গামাটির প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমানোন্নয়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। তিনি বলেন রাঙ্গামাটি জেলার কোমর তাঁত শিল্পকে প্রান্তিক হিসেবে বিবেচনা করে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান।
রাঙ্গামাটি জেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার ২৬ জুন রাঙ্গামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে রাঙ্গামাটি সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও সমাজ সেবা বিভাগের দায়িত্ব প্রাপ্ত আহবায়ক সাগরিকা রোয়াজা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরপা দেওয়ান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় সমাজ সেবা বিভাগে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।