রাঙ্গামাটি সদর উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স সভা

রাঙ্গামাটি

তামাকের বিরুদ্ধে রাঙ্গামাটির জনগনকে সচেতন করতে পারলেই তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করা সম্ভব—- পাঠান মোঃ সাইদুজ্জামান

\ নিজস্ব প্রতিবেদক \

তামাকের বিরুদ্ধে রাঙ্গামাটির জনগনকে সচেতন করতে পারলেই তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পাঠান মোঃ সাইদুজ্জামান। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের অনেক কৃষক এখনো তামাক চাষ করে তাদেরকে তামাক চাষ থেকে ফিরিয়ে আনতে হবে। তামাক চাষ থেকে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হলে পাহাড়ে সবজি চাষে বিপ্লব আসবে।

২৫ জুন বুধবার রাঙ্গামাটিতে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম’র আওতায় উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে অনুষ্ঠিত টাস্কফোর্স কমিটির সভায় রাঙ্গামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইতা বিনতে কাশেম, রাঙ্গামাটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মংক্যচিং সাগর, রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি তদন্ত মোঃ শাহেদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাস্কফোর্স কমিটির সভায় ৪ টি টিমে বিভক্ত হয়ে তামাকের কুফল ও আইনের প্রয়োগ বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।

কর্মশালায় রাঙ্গামাটির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।