সমাজের অবহেলিত নারীরাও যাতে তাদের অধিকার পায় তার জন্য সমাজ সেবা বিভাগের সকল কর্মকর্তাকে কাজ করতে হবে—- উপদেষ্ঠা শারমীন এস মুরশিদ
\ শিপ্রা দেবী \
সমাজের অবহেলিত নারীরাও যাতে তাদের অধিকার পায় তার জন্য সমাজ সেবা বিভাগের সকল কর্মকর্তাকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, সারা দেশের ন্যায় পার্বত্য অঞ্চলের নারীরা যাতের সমান সুযোগ পায় সে দিকে আমাদের লক্ষ্য থাকবে। তাই পার্বত্য অঞ্চলের সমাজ সেবা বিভাগ ও সমবায় বিভাগের কার্যক্রমকে আরো গতিশীল করার আহবান জানান।
আজ ১৯ মে সোমবার রাঙ্গামাটি সার্কিট হাউজে রাঙ্গামাটি জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজ সেবা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এই আহবান জানান।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন, রাঙ্গামাটি পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, র্গাামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, রাঙ্গামাটি সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মোঃ ওমর ফারুক, রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা বিভাগের ডাঃ বেবী ত্রিপুরা সহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে আজ সকালে রাঙ্গামাটি সার্কিট হাউজে এসে পৌছালে উপদেষ্টাকে স্বাগত জানান রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের ।