পার্বত্য চট্টগ্রাম আঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটিতে মৎস্য চাষীদের প্রশিক্ষণের উদ্বোধন

রাঙ্গামাটি

পার্বত্য অঞ্চলে মৎস্য চাষে নারী উদ্যোক্তা সৃষ্টি করা গেলে পাহাড়ের মাছের সোনালী দিন আসবে— অধির চন্দ্র দাশ

। নিজস্ব প্রতিবেদক।

পার্বত্য অঞ্চলে মৎস্য চাষে নারী উদ্যোক্তা সৃষ্টি করা গেলে পাহাড়ের মাছের সোনালী দিন আসবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধির চন্দ্র দাশ। তিনি বলেন পাহাড়ের নারী উদ্যোক্তা সৃষ্টি করতে সরকারের বিশেষ ভাবে উদযোগ গ্রহন করেছে। এই উদ্যোগকে কাজে লাগাতে হবে বলে তিনি মন্তব্য করেন।

রাঙ্গামাটি জেলা মৎস্য সম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্য চাষীদের ৩ দিনের প্রশিক্ষনের উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা ও রাঙ্গামাটি সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো.এরশাদ বিন শহীদ সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্টানে রাঙ্গামাটি জেলা মৎস্য গবেষণা ইনিস্টিউটের উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ইশতিয়াক হায়দার, পার্বত্য চট্টগ্রাম মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মোঃ টিপু সুলতান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে রাঙ্গামাটি সদর উপজেলার প্রায় ২০ জন মৎস্য চাষী অংশ গ্রহণ করেন।