বকেয়া বেতন-ভাতা পবিত্র ঈদুল আযহার পূর্বেই প্রদানের লক্ষ্যে ৮ম পর্যায় প্রকল্প পাশের অনুমোদন দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ৩২ বছর যাবৎ চলমান মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) শীর্ষক সমাপ্ত প্রকল্পের জনবলকে রাজস্বকরণ এবং ১লা জানুয়ারি ২০২৫ খ্রি. থেকে বকেয়া বেতন-ভাতা পবিত্র ঈদুল আযহার পূর্বেই প্রদানের লক্ষ্যে ৮ম পর্যায় প্রকল্প পাশের অনুমোদন দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ।

আজ শনিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধনে রাঙ্গামাটি ইসলামিক ফাউÐেশনের ফিল্ড অফিসার মোঃ আলী আহসান ভুইয়ার সভাপতিত্বে রাজস্থলী ইসলামিক ফাউÐেশনের ফিল্ড সুপার ভাইজার মাওলানা মোঃ আবু বকর, মউশিক শিক্ষক সমিতির সভাপতি মাওলানা শামসুল আলম, লংগদুর সাধারণ কেয়ারটেকার জুবাইদুল হাসান, নানিয়ারচরের মডেল কেয়ারটেকার হাসানুর রহমান, ইসলামিক ফাউÐেশনের কম্পিউটার অপারেটরকে এম জিল্লুর রহমানসহ ইসলামিক ফাউÐেশনের কর্মকর্তা কর্মচারীরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা জানুয়ারি-২০২৫ খ্রি. হতে প্রকল্প অনুমোদন করতে হবে এবং ঈদুল আজহা’র পূর্বেই সকলের বেতন ভাতা পরিশোধ করা, প্রকল্পে ৩য় থেকে ৭ম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবলকে রাজস্ব খাতভুক্ত করা, ৭ম পর্যায় প্রকল্পের বিদ্যমান জনবলকে স্বয়ংক্রিয়ভাবে ৮ম পর্যায় প্রকল্পে স্থানান্তর করা, কর্মী ও কেয়ারটেকারদেরকে স্কেলভুক্ত করাসহ শিক্ষকদের সম্মানী-ভাতা বৃদ্ধি করার দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিনের হাতে স্বারকলিপি প্রদান করা হয়।