রাঙ্গামাটিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

আসন্ন বর্ষায় রাঙ্গামাটিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডিডিএলজি মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৈশলী সবুজ চাকমাসহ বিভিন্ন সরকারী দপ্ততরে কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা বর্ষায় অত্যান্ত ঝুকিপুর্ণ জেলা হিসাবে বিবেচিত। প্রতি বর্ষায় এই জেলায় পাহাড় ধসের মত ঘটনা ঘটে । মাঝে মাঝে প্রাণহানীর ঘটনা ঘটে। এবছর যাতে কোন প্রাণহানী না ঘটে সে বিষয়টি গুরুত্ব দিতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, অতিতে অনেক পরিকল্পনা করা হয়েছে, তার কোন বাস্থবায়ন হয়নি। এবার সেটা হবে না। যে সকল পরিকল্পনা গ্রহন করা হব। তা বাস্থবায়ন করতে হবে। জেলার ঝুকিপুর্ণ এলাকায় সাইন বোর্ড স্থাপন, স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হবে।

এছাড়া সড়ক, বিদ্যুৎ, স্বাস্থ্য, ফায়ার সার্ভিসসহ সকল প্রতিষ্ঠানে সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ প্রদান করেন।