রাঙ্গামাটিতে ১৫ লক্ষ টাকার অবৈধ সিগারেট সহ ২ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

অবৈধ সিগারেট সহ ২ ব্যবসায়ীকে আটক করেছে রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশ। আটককৃতদের কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকার অবৈধ বিদেশী সিগারেট আটক করা হয়। সম্প্রতি রাঙ্গামাটিতে অবৈধ সিগারেট মজুদ করে সেগুলো পাচারের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য পায় কোতয়ালী থানা পুলিশ। রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান গোপন সংবাদের ভিতিত্তে তাদের আটক করা হয়।

সুত্র জানায় প্রশাসনের অভিযানের কারণে রাঙ্গামাটি চোরাকারবারীরা তাদের বিভিন্ন রুট চেঞ্জ করছে। তারা বড়ো চালনা না নিয়ে ছোট ছোট চালানের মাধ্যমে পাচার করছে এই অবৈধ সিগারেট। বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় চোরাকারবারীরা এই সিগারেট পাচার করছে। রাঙ্গামাটি জেলা পুলিশ এই অভিযানে কয়েক কোটি টাকার সিগারেট আটক করা হয়।

রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন এর নির্দেশনায় বৃহস্পতিবার রাতে পার্বত্য রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে একটি বসতঘর থেকে প্রায় ১৫ লাখ টাকার অবৈধ বিদেশী সিগারেট উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। এসময় উক্ত সিগারেট রাখার দায়ে মোজাম্মেল হোসেন রাজু নামের একজনকে হাতেনাতে আটক করে পুলিশ।

রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসান ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন রাজুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আমরা বৃহস্পতিবার রাতে সুমিত্র নামের এক সিগারেট ব্যবসায়িকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করলে রিজার্ভ বাজারের রাজুর তথ্য পাওয়া যায়। সুমিত্র পুলিশকে জানায়, রাজুর বাসায় অবৈধ সিগারেট মজুদ রয়েছে।

এমন তথ্য পাওয়ার পরপরই সুমিত্রকে সাথে নিয়ে আমরা রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনীতে রাজুর নিজ বাসায় অভিযান পরিচালনা করি। এসময় রাজুর উপস্থিতিতেই তার বসতঘর তল্লাসী করে আনুমানিক ১৫ লাখ টাকার বিদেশী সিগারেট পাওয়া যায়। স্থানীয়দের উপস্থিতিতে এসকল বস্তাবর্তি সিগারেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এসময় রাজুকেও আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃত সুমিত্র ও মোজাম্মেল হোসেন রাজু’র বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন কোতয়ালী থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন।