রাঙ্গামাটির প্রবীন বিএনপি নেতার পাশে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মোঃ হাবীব আজম

রাঙ্গামাটি

\ শিপ্রা দেবী \

অসুস্থ রাঙ্গামাটি জেলার প্রবীন বিএনপি নেতা ইন্দ্রজিৎ ত্রিপুরার পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মোঃ হাবীব আজম।

২১ এপ্রিল সোমবার বিকেলে শহরের গর্জনতলীস্থ ইন্দ্রজিতের বাসভবনে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি। এসময় অত্র এলাকার বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইন্দ্রজিত ত্রিপুরা দীর্ঘদিন যাবৎ নানারকম শারীরিক কঠিন জটিল রোগে ভুগছেন। অর্থের অভাবে চিকিৎসা সেবা নিতে পারছেন না। খবর পেয়ে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তার পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ হাবীব আজম।