রাঙ্গামাটিতে ডিপ্লোমা কৃষিবিদ’দের অঞ্চল পর্যায়ে সাংগঠনিক ওরিয়েন্টেশন কর্মসূচি পালিত

রাঙ্গামাটি

 \ নিজস্ব প্রতিবেদক \

“যারা জোগায় ক্ষুদায় অন্ন, আমরা আছি তাদের জন্য” এই প্রতিপাদ্যে ডিপ্লোমা কৃষিবিদদের অঞ্চল পর্যায়ে সাংগঠনিক ওরিয়েন্টেশন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন পার্বত্য অঞ্চলের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মাইনী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন পার্বত্য অঞ্চলের সভাপতি মোঃ আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ জিয়াউল হায়দার হাসেমী পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন, যুগ্ন মহাসচিব এইচ এম আমজাদ হোসেন, অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোঃ সেলিম আলাউদ্দিন, রাজশাহী বিভাগের সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

স্বাগত বক্তব্যে মোঃ আব্দুর রহিম মজুমদার বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ডিকেআইবি বাংলাদেশের কৃষি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের উন্নয়নে অবদান রেখে চলেছে। গত ১৭ বছরে সংগঠনের গতিশীলতা অনেকটা কমে গেলেও নতুন কমিটি নির্বাচিত হয়ে আসার পর আবারো সংগঠন প্রাণ ফিরে পেয়েছে। নতুন নেতৃত্বের হাত ধরে উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা, অঞ্চল ও কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জিয়াউল হায়দার হাসেমী পলাশ বলেন, ২০২৪ সালে নির্বাচিত নতুন যারা নেতৃত্বে এসেছেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠনের সদস্যদের ভাগ্য উন্নয়নে তাদের প্রস্তুতি নিতে হবে। আগামী দিনে এই সংগঠনের মাধ্যমে আমরা এদেশের কৃষি ও কৃষকের উন্নয়নে নতুন করে সংগ্রাম শুরু করবো। আজকের অনুষ্ঠানের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা সহ কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে তাদের সাথে থেকে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রাক্তন নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।