। নিজস্ব প্রতিবেদক \
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ আট দফা দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাতে রাঙ্গামাটি কৃষি ইনস্টিটিউট প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ইনম্টিটিউট প্রাঙ্গণ প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী ফরসাল বিন ফারুক, অপন কুমার চাকমা, কণিকা চাকমা ও নুসরাত জাহান নিশি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে চরম বৈষম্য। পর্যাপ্ত শিক্ষক নেই, ব্যবহারিক ক্লাসের জন্য নেই প্রয়োজনীয় ল্যাব সরঞ্জাম। কৃষি ডিপ্লোমা শেষ করেও উচ্চ শিক্ষার কোনো সুযোগ নেই। বহুবার দাবি জানানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”
নানা দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন করে আসলেও কোন উদ্যোগ গ্রহন করা হয় নি।
দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও সকল পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।