\নিজস্ব প্রতিবেদক \
আগামীকাল থেকে রাঙ্গামাটিতে সরকারের ভ’র্তুকি মূল্যে টিসিবি পণ্যের ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে। প্রতিদিন রাঙ্গামাটি জেলা শহরের ৫টি পয়েন্টে একযোগে টিসিবি’র ট্রাকসেল কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৫ মার্চ থেকে আগামী ২২ মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে শহরের নির্ধারিত ১৫ টি পয়েন্টে এই পন্য দেয়া হবে। এছাড়া সরকারের ফ্যামিলি কার্ডের নিয়মিত কার্যক্রমও চলমান থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাঙ্গামাটির প্রতিটি পয়েন্টে প্রথম ৪০০ জন ভোক্তা পণ্য ক্রয় করতে পারবেন। পণ্য ক্রয়ের জন্য কোনো টিসিবি কার্ড বা এন আই ডি কার্ড প্রয়োজন হবেনা। ট্রাকের সামনে সুশৃঙ্খলভাবে দাড়িয়ে পণ্য ক্রয় করা যাবে।
আগামীকাল সকালে রাঙ্গামাটি শহরের যে ৫ টি পয়েন্টে পণ্য প্রদান করা হবে সে গুলে হচ্ছে গীতাশ্রম কলোনি সংলগ্ন, শহীদ মিনার সংলগ্ন, শহীদ আব্দুল আলী মাঠ, আনন্দ বিহার সংলগ্ন, ও এডিসি হিল। আগামী ৫ মার্চ, ২০২৫ থেকে ২২ মার্চ, ২০২৫ পর্যন্ত প্রতিদিন( শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) এ ট্রাক সেল কার্যক্রম চলমান থাকবে।
প্যাকেজ আকারে প্রতি প্যাকেজ ৪৫০ টাকা হারে পণ্য বিক্রয় করা হবে। প্রতিটি প্যাকেজে থাকবে : ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি এবং ১ কেজি ছোলা। উল্লেখ্য, প্যাকেজ ব্যতীত আলাদাভাবে কোনো পণ্য ক্রয়ের সুযোগ নেই।