পার্বত্য চট্টগ্রাম আেঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩য় ধাপে ৫০ মৎস্যজীবিকে ছাগল বিতরণ করা হয়েছে

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \
পার্বত্য চট্টগ্রাম আেঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটি জেলায় তৃতীয় ধাপে আরো ৫০ জন মৎস্যজীবিকে বø্যাক বেঙ্গল জাতের ছাল বিতরণ করা হয়েছে।

০২ মার্চ রবিবার রাঙ্গামাটি সদর উপজেলা মৎস্য অফিসে মৎস্যজীবিদের হাতে ছাগল তুলে দেন রাঙ্গামাটি সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো.এরশাদ বিন শহীদ।

এ সময় পার্বত্য চট্টগ্রাম আেঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মোঃ টিপু সুলতান, রাঙ্গামাটি সদর উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী মিতুল দেওয়ান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো.এরশাদ বিন শহীদ বলেন, কাপ্তাই হ্রদের মাছ শিকার বন্ধকালীন সময়ে জেলেরা যাতে তাদের আর্থিক সমস্যা না হয় তার জন্য ভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন এই ছাগল একটি পরিবারকে উপরে তোলার বড়ো হাতিয়ার। সঠিক ভাবে ছাগল গুলোকে প্রতিপালন করা গেলে আগামী ১ বছরের মধ্যে একজন চাষীর কাছে ১০ থেকে ১২ টির বেশী ছাগল হবে। তিনি সঠিক ভাবে এই ছাগলের যতœ নেয়ার আহবান জানান।

অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর উপজেলার ৫০ জন মৎস্যজীবিকে ৪ টি করে মোট ২০০ টি বø্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়।

এই প্রকল্পের আওতায় রাঙ্গামাটির ২ শতাধিক মৎস্যজীবিকে ছাগল প্রদান করা হবে।