\ নিজস্ব প্রতিবেদক \
পার্বত্য চট্টগ্রাম আেঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটি জেলায় দ্বিতীয় ধাপে আরো ৫০ জন মৎস্যজীবিকে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাল বিতরণ করা হয়েছে।
গতকাল রাঙ্গামাটি সদর উপজেলা মৎস্য অফিসে মৎস্যজীবিদের হাতে ছাগল তুলে দেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ।
রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক আব্দুলাহ আাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাগল বিতরণ অনুষ্ঠানে, রাঙ্গামাটি সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো.এরশাদ বিন শহীদ ও পার্বত্য চট্টগ্রাম আেঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচারক তোফাজ্জল হোসেন ফাহিম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর উপজেলার ৫০ জন মৎস্যজীবিকে ৪ টি করে মোট ২০০ টি বø্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়।
এই প্রকল্পের আওতায় রাঙ্গামাটির ২ শতাধিক মৎস্যজীবিকে ছাগল প্রদান করা হবে।