বর্তমান প্রেক্ষাপটে তরুণ প্রজন্ম খেলাধুলার সাথে নিজেকে সম্পৃক্ত রাখলে খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে পারবে—লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী
॥ নিজস্ব প্রতিবেদক ॥
জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে রাঙ্গামাটিতে আইকনিক ক্রিকেট টূর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ মধ্যে দিয়ে পর্দা নামলে ক্রিকেট টুর্নামেন্টের। ২৯ ডিসেম্বর শনিবার বিকেলে অগ্রযাত্রা ফ্রেন্ডর্স ক্লাব এর উদ্যোগে রাঙ্গামাটি বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। হাজারো দর্শকের সরব উপস্থিতিতে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর সেনাজোনের জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী (পিএসসি)।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাঙ্গামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি বলেন, বর্তমান প্রেক্ষাপটে তরুণ প্রজন্ম খেলাধুলার সাথে নিজেকে সম্পৃক্ত রাখলে খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে পারবে।
তিনি আরো বলেন, খেলাধুলা নিয়ে সিরিয়াস হওয়া ভালো, তবে খেয়াল রাখতে হবে যে, খেলাধুলা নিয়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা বা ঝামেলা সৃষ্টি না হয়। খেলাধুলাকে খেলাধুলা হিসেবেই রাখতে হবে তাহলেই সফলতা, তাহলেই স্বার্থকতা।
আইকনিক ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. সালাউদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. শুক্কুর বক্তব্য রাখেন।
টুর্ণামেন্টের ফাইনাল খেলায় তবলছড়ির ফ্রেন্ডস ২২ প্রথমে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে কলেজগেইট কিংস নির্ধারিত ওভারে ১১৬ রান করে করতে সক্ষম হয়।
খেলা শেষে বিজয়ী দলকে নগদ ৩৫ হাজার টাকার চেক এবং চ্যাম্পিয়নস ট্রফি ও রানার্স আপ দলকে নগদ ২০ হাজার টাকার চেক ও রানার্স আপ ট্রফি তুলে দেন অতিথিরা।
টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে।