তারেক রহমানের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নে কাজ করছে রাঙ্গামাটি শহর যুবদল

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নে কাজ করছে রাঙ্গামাটি শহর যুবদল। তারাই আলোকে রাঙ্গামাটি শহরের ৫ নং ওয়ার্ড আসামবস্তীস্কুল মাঠে কর্মী সভা অণুষ্ঠিত হয়।

শনিবার ২২ ডিসেম্বর রাঙ্গামাটি জেলা যুব দলের যুগ্ম সম্পাদক ও নগর যুবদলের বিপ্লবী আহ্বায়ক সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবলু।

কর্মী সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেণ কাউখালী উপজেলার মাছাস এর উপদেষ্টা মংসুইউ চৌধুরী ও বিশেষ অতিথি জেলা যুবদলের যুগ্ন সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী স্বপন ও জেলা যুবদলের সহধর্ম বিষয়ক সম্পাদক নন্দন কর্মকার।

এ ছাড়া ১ নং ওয়ার্ড যুবদলের সংগ্রামী আহবায়ক মো: ওসমান ২ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নূর মোহাম্মদ দুঃখু ৫ ওয়ার্ড যুব দলের সভাপতি শহিদুল ইসলাম ৬ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আব্দুল হক ৮ নং ওয়ার্ড যুবদলের সংগ্রামী আহ্বায়ক রিটু বড়–য়া ৯ নং ওয়ার্ড যুবদলের সংগ্রামী আহ্বায়ক খোরশেদ আলম লিটন সহ বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্বে নগর যুবদলের বিপ্লবী সদস্য সচিব ও জেলা যুব দলের প্রচার সম্পাদক মোঃ কামাল উদ্দিন, এতে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের সহ ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম . জেলা যুবদলের সদস্য.আলী আহমদ ভুট্টু মোঃ ফজল . মোঃ সোহাগ. মোঃ জহির. সাবেক যুবনেতা মোহাম্মদ সেলিম. এতে রাঙ্গামাটি জেলা যুবদল. শহর যুবদল. বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।