স্বৈরাচারী হাসিনা চলে গেলেও প্রশাসনের প্রতিটি সেক্টরে তাদের দোসররা বসে আছে— এডভোকেট দীপেন দেওয়ান
॥ নিজস্ব প্রতিবেদক ॥
স্বৈরাচারী হাসিনা চলে গেলেও প্রশাসনের প্রতিটি সেক্টরে তাদের দোসররা বসে আছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন আমাদের সকলকে সজাগ থাকতে হবে কোন কোন দেশের শক্তি নিয়ে ফয়াসিষ্ট হাসিনা আবারও দেশে ঢোকার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।
রাঙ্গামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে ২৬ অক্টোবর (শনিবার) বিকালে রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের কর্মী সমাবেশে এডভোকেট দীপেন দেওয়ান এ কথা বলেন।
রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাধারন সম্পাদক আব্দুস সামাদ, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল সহ শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে দলে দলে সমাবেশ স্থানে যোগদান করে নেতৃবৃন্দ।