রাঙ্গামাটিতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ

রাঙ্গামাটি

রাঙ্গামাটি সরকারি কলেজের দ্রুততম সময়ের মধ্যে বাস দিন—– আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ

হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি দেশের শিক্ষাঙ্গনে বিশাল ভূমিকা রাখছে—- অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আখতার হোসেন চৌধুরী

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি সরকারি কলেজের দ্রুততম সময়ের মধ্যে বাস দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন পার্বত্য অঞ্চলের চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ। আমাদের লেখনির ফলে পার্বত্য চট্টগ্রামের মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে। এদুটো প্রতিষ্ঠানকে আরো গতিশীল করতে হবে। তিনি বলেন পার্বত্য অঞ্চলের প্রশাসনিক কাঠামো বিকেন্দ্রীকরণের জন্য তিনি জেলাকে ভেঙ্গে আরো ৪ টি উপজেলায় উন্নতি করে পার্বত্য চট্টগ্রামকে বিভাগ ঘোষণার দাবি জানান।

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ এ কথা বলেন।

রাঙ্গামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে ২৬ অক্টোবর শনিবার শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাঙ্গামাটির সমন্বয়ক হাফেজ মুহাম্মদ তানজিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিচালনা বোর্ড চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আখতার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মুহাম্মদ ইকবাল হোসেন, রাঙ্গামাটি সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের প্রভাষক মুহাম্মদ ওয়ালিদ হোসেন।

প্রধান বক্তা শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিচালনা বোর্ড চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আখতার হোসেন চৌধুরী বলেন, হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি দেশের শিক্ষাঙ্গনে বিশাল ভূমিকা রাখছে। এই বৃত্তির মাধ্যমে ছাত্র ছাত্রীরা যেমন জ্ঞানের আলোয় আলোকিত হতে পারছে তেমনি মেধা শিক্ষার্থীরা তাদের নিজেদের জানারও সুযোগ পাচ্ছে। তিনি বলেন, দেশের চলমান শিক্ষা ব্যবস্থায় এবছর শিক্ষা বৃত্তি পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। আগামী বছর আবারো এই বৃত্তি চালু করা হবে বলেও তিনি মত ব্যক্ত করেন। তিনি সকল অভিভাবককে হালিম লিয়াকত স্মৃতি বৃত্তিতে আরো বেশী অংশ গ্রহণ করার অনুরোধ জানান।

পরে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।