পার্বত্য অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থায় উত্তরণ ঘটাতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে হবে
। নিজস্ব প্রতিবেদক।
পার্বত্য অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থায় উত্তরণ ঘটাতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি আহবান জানানো হয়েছে। আজ ২৪ অক্টোবর অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে প্রথাগত নেতাদের সমন্বয় সভায় বক্তারা এ কথা বলেন।
বৃহস্পতিবার সকালে (২৪ অক্টোবর) আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথাগত নেতাদের সমন্বয় সভায় সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১১৫ মগবান ইউনিয়নের হেডম্যান সুজিত দেওয়ান, তঞ্চঙ্গ্যা পাড়ার কারবারী রহিম বাদশা কারবারী, ইউনিয়ন সমাজ সেবা কর্মকর্তা জ্যোতিময় চাকমা, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের মনিটরিং অফিসার প্রবির চাকমা, অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্পের সমন্বয়ক বিধান চাকমা সহ রাঙ্গামাটি সদর উপজেলার মগবান,বালুখালী, বন্দুকভাঙা ইউনিয়নের হেডম্যান কারবারীরা উপস্থিত ছিলেন৷
সভায় বক্তারা বলেন, পাহাড়ে অংশীদারত্বের ভিত্তিতে সামাজিক বেষ্টনী গড়ে তুলতে হবে। পাহাড়ের প্রতিটি জনগোষ্ঠীকে আর্থসামাজিক উন্নয়নে নিয়ে আসার জন্য প্রথাগত দায়িত্ব প্রাপ্তদের ভুমিকা রাখতে হবে বলেও সভায় মত ব্যক্ত করেন।