রাঙ্গামাটি জেলা ট্রাক, মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের মৃত্য শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যু দাবী চেক বিতরণ

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি পৌর ট্রাক টার্মিনালে জেলা ট্রাক, মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন এর সদস্য পদে অন্তভূক্ত মৃত্যুবরণকারী সদস্যদের মৃত তহবিলের টাকা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা ট্রাক, মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত মৃত্যু তহবিল প্রদান অনুষ্ঠানে এ,টি,এম, হাসমতউল্লাহর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তা বাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তা বাদী দলের রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙ্গামাটি জেলা যুব দলের সাধারণ সম্পাদক আবু শাহাদাৎ সাঈম, বাংলাদেশ ট্রাকশ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি ওয়াজি উল্লাহ, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া,সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নেট সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রাঙ্গামাটি জেলা ট্রাক, মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ শ্রমিকরা এসময় উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, শ্রমিকরা দেশের কান্ডারী প্রতিটি শ্রমিকের ঘ্রামের বিনিময়ে দেশকে বিনিময়াণ করছে। তাই শ্রমিকদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাঙ্গামাটিতে দুটি শ্রমিক সংগঠনের মাঝে যে জটিলতা ছিল তা খুবই দুঃখ জনক। আওয়ামীলীগ সরকারের প্রেতাত্তারা নিজেদের স্বার্থে কাপ্তাই থেকে সংগঠন এনে এখানের শ্রমিকদের উপর জুলুম অত্যাচার করেছে যা কোন ভাবেই কাম্য ছিল না। রাঙ্গামাটি জেলা ট্রাক, মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে তারা কাজ করতে দেয়নি। এটা খুবই দুঃখ জনক। বক্তারা বলেন, বর্তমান ছাত্রদের আন্দোলনে দেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। স্বৈরাচারী সরকার থেকে দেশকে মুক্ত করেছে। তেমনি রাঙ্গামাটি টাক টার্মিনালের শ্রমিকদেরকেও স্বৈরাচারী সরকারের প্রেতাত্তাদের কাছ থেকে মুক্ত করেছে। আপনারা এই বিষয় গুলো মাথায় রেখে শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাবেন। আমরা সকলেই আপনাদের পাশে সব সময় থাকবে।

সমিতির মৃত্যু বরণকারী ৭ জন সদস্যের পরিবারের সদস্যকে ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।