॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥
রাঙ্গামাটিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ বেতারের সকল বৈষম্যের অবসান ও অনিয়মিত শিল্পীদের চাকুরী স্থায়ী করনের ১ দফা দাবীতে মানববন্ধন করেছেন বাংলাদেশ বেতারের সকল ক্যাডার, নন-ক্যাডার, শিল্পী ও কলাকৌশলীরা। আজ সকাল সাড়ে ১১ টায় রাঙ্গামাটি বাংলাদেশ বেতার কেন্দ্রের মুল গেইটে এই মানববন্ধন করেন কর্মকর্তা কর্মচারী ও শিল্পী কলাকৌশুলীরা।
এ সময় আঞ্চলিক প্রকৌশলী (বিসিএস তথ) প্রকৌশলী মোঃ আবু সালেহ, সহকারী পরিচালক (অনুষ্ঠান) (বিসিএস তথ্য) মোঃ জাকারিয়া সিদ্দিকী উপ-আঞ্চলিক প্রকৌশলী মোঃ জুলফিকার আলী, উপ-আঞ্চলিক প্রকৌশলী তাহিরা আক্তার খুশী, অনিয়মিত শিল্পী সুবীর চাকমা ও মোঃ সোহেল রানা বক্তব্য রাখেন।
বক্তব্যে বেতারের উর্দ্ধতন কর্মকর্তারা বলেন, বাংলাদেশ বেতারে দীর্ঘদিন ধরে বৈষম্য করা হচ্ছে। তথ্য ক্যাডার হওয়া সত্বেও দীর্ঘদিন ধরে বার্তা বিভাগ ও অনুষ্ঠান শাখায় পদোন্নতী হচ্ছে না। আমরা যে যেখাই আছি সেখানেই রয়ে গেছি দীর্ঘ বছর ধরে। এই বৈষম্য দুরীকরণ সহ বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের থেকে মহা পরিচালক নিয়োগের দাবী জানান তারা।
এদিকে অনিয়মিত শিল্পীদের পক্ষ থেকে বক্তারা বলেন, দীর্ঘ বছর ধরে বাংলাদেশ বেতারে কাজ করে কোন প্রকার সুযোগ সুবিধা আমরা পাই না। শুধুমাত্র নুন্যতম বেতরে চাকুরী করে নুন আনতে পানত্তা ফুরায় আমাদের। তারা বলেন, চাকুরীর একটি নির্দিষ্ট বয়স সীমা রয়েছে। চাকুরী শেষে আমাদেরকে খালী হাতে বাড়ী ফিরতে হয়। এই বৈষম্য দুর করতে হবে। আমাদের এক দফা দাবী জানিয়ে বলেন, যে সকল অনিয়মিত শিল্পী স্ব স্ব পদে রয়েছে সেই সেই পদে স্থায়ী করন করার দাবী জানান।
এছাড়া বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্রে প্রায় ১ হাজারের বেশী চুক্তিভিত্তিক শিল্পী ও কলাকৌশলী রয়েছেন যাদের কোন চাকুরী স্থায়ী করণ করা হয়নি। এই বৈষম্য দুরতে ও চাকুরী স্থায়ী করণের দাবীতে দীর্ঘদিন ধরে দাবী নামা পেশ করে আসছেন চুক্তিভিত্তি শিল্পী কলাকৌশুলীরা। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে এই বৈশস্য দুর করার দাবী জানাণ।
উল্লেখ্য, বাংলাদেশ বেতারের ৯ম, ১৩ তম এবং ১৫ তম বিসিএস কর্মকর্তারা এখনো ৪র্থ গ্রেডে আছেন। এছাড়াও, ২৪ তম থেকে ২৭ তম বিসিএস এর কর্মকর্তারা ৬ষ্ঠ গ্রেডে রয়েছেন যাদের অধিকাংশ ১৪ বছরের অধিক এবং ২৮ তম থেকে ৩৫ তম বিসিএস-এর নবম গ্রেডের অধিকাংশ কর্মকর্তা প্রায় ৮ থেকে ১৪ বছর ধরে পদোন্নতি বঞ্চিত রয়েছেন। বিসিএস তথ্য ক্যাডারের চারটি সাব-ক্যাডার রয়েছে। উপসচিব পদে আবেদন প্রেরণের ক্ষেত্রে এ চারটি সাব ক্যাডারের মধ্যে একটি সাব ক্যাডার গণযোগাযোগ/পিআইডি থেকে ১৩৬টি ভিত্তি পদের বিপরীতে প্রতি বছর ১০ টি আবেদন গ্রহণ করা হয় অথচ নিদারুণ বৈষম্যের নজির স্থাপন করে বাংলাদেশ বেতারের বিসিএস তথ্য ক্যাডারের ০৩টি সাব ক্যাডার থেকে ৩২৩ টি ভিত্তি পদের বিপরীতে অযৌক্তিকভাবে মাত্র ১০টি আবেদন গ্রহণ করা হয়।