॥ নিজস্ব প্রতিবেদক ॥
সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে মানুষের মাঝে যে আতংক ও ভয়ভীতি ছিলো তা কাটিয়ে উঠে নাগরিক জীবনে ফিরেছে আবারো কর্মচাঞ্চল্য। এতে রাঙ্গামাটি শহরে যান চলাচল স্বাভাবিক হওয়ার কারণে সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে এবং ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ।
তাই সড়কে শৃঙ্খলা রক্ষায় আজ বুধবার সকাল থেকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন মোড়ে মুখে বাঁশি নিয়ে ও হাতের ইশারা দিয়ে সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে একঝাঁক শিক্ষার্থী। রাস্তায় চলচলরত যানজটের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেখা যায় তাদের কর্ম ব্যস্ততা।
শহর ঘুরে দেখা গেছে, সড়কে জেলা পুলিশের দৃশ্যত কোনো কার্যক্রম নেই। শহরের যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থী এবং জনতার স্বেচ্ছাসেবী। তারা হাতে লাঠি ও মুখে বাঁশি বাজিয়ে যেখানে যানজট হচ্ছে তা ছাড়ানোর চেষ্টা করছে। এসময় শিক্ষার্থীরা যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়েও পরামর্শ প্রদান করতে দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, সড়কগুলোতে কোন ট্রাফিক পুলিশ না থাকার কারণে যানজট হচ্ছে। এতে করে যাত্রীরা দূর্ভোগে পড়তে হচ্ছে। তাই যানজট নিরসনে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি। এতে করে কিছুটা হলেও শহরে সড়কে যানজট নিরসন হচ্ছে এবং যাত্রী সাধারণ সময়মত তাদের গন্তব্যে পৌছাতে পারছে।
উল্লেখ্য, গত সোমবার কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে অনেক থানা থেকে পুলিশ সদস্যরা চলে গেছেন। রাস্তায়ও ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না।