॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ প্রসিতপন্থী সন্ত্রাসী কর্তৃক সহিংসতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা এবং হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
আজ বুধবার সকালে রাঙ্গামাটি শহরের জিমনেসিয়াম এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালের সামনে এসে বিক্ষোভ সমাবেশ যোগ দেয়। এসময় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী গঙ্গাদেবী চাকমা, পিসিপি সভাপতি জিকো চাকমাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামে যে ভাবে খুন, গুম, অপহরন, লুটপাটসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তা মেনে নেওয়া যায় না। তাই এই সব কর্মকান্ড ও সহিংসতা পরিহার করে সুস্থ জীবন ফিরে আসার আহবান জানান। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) এর সন্ত্রাসী কর্তৃক হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা। আর যারা এসব অপহরণ ও সহিংসতার সাথে জড়িত তাদের আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানান।
এসময় সমাবেশ থেকে চলমান ছাত্র আন্দোলনের সাথে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন সংগতি প্রকাশ করেন।