রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক উৎসব

রাঙ্গামাটি

সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকল আধার দুর করা সম্ভব—-সুপ্রদীপ চাকমা

॥ নিজস্ব প্রতিবেদক ॥

সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকল আধার দুর করা সম্ভব বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে ও সাংস্কৃতিক মন্ত্রনালয়ের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের মন কড়েছে। তিনি এই ধারা অব্যাহত রাখার আহবান জানান।

গতকাল রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি নাসরিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন সহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাঙ্গামাটির স্থানীয় শিল্পীরা লালন, ভাটিয়ারী, দেশাত্ববোধক, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ গোষ্ঠী সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি তুলে ধরেন এই অনুষ্ঠানে।