॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণছড়া এলাকায় ১০ কিলোমিটার রাস্তা সৌন্দর্য বর্ধন করতে বিভিন্ন জাতের ফুলের চারা লাগানো হয়েছে।
বুধবার ৩০ জুলাই রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সুবীর কুমার চাকমা এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
জলবাযু পরিবর্তন ট্রাস্ট ফ্রান্ডের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে এই গাছে চারা গুলো রোপন করা হচ্ছে।
চারা রোপণ অনুষ্ঠানে বরকল হরিনা ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার মোঃ বজলু, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যান বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, ভুষনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আল মামুন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বরকল উপজেলার ভূষণছড়ার ১০ কিলোমিটার রাস্তা সোনালু, কৃষ্ণচুড়া, জারুল, রাধাচুড়া, কাঞ্চন সহ প্রায় ১৪ জাতের ফুলের চারা লাগানো হয়েছে।
এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা বলেন, পর্যটন জেলা রাঙ্গামাটির সৌন্দর্য পুরো জেলাকে ঘিরে তাই রাঙ্গামাটির বরকল উপজেলার বিভিন্ন এলাকার ঝর্ণা গুলো অবলোকন করতে পর্যটকের আগমন ঘটে। পার্বত্য অঞ্চলের অহংকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদারের দিক নির্দেশনায় পর্যটকদের আকৃষ্ট করতে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা সৌন্দর্য্য বর্ধনের জন্য বিভিন্ন জাতের ফুলের চারা রোপণ করা হচ্ছে। তিনি বলেন এই সড়কে যদি গাছের চারা গুলো বড় হয়ে ফুল ধরে তাহলে পর্যটক আসবে এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।