রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য অঞ্চল ও দেশের কথা চিন্তা করে বেশি বেশি গাছ লাগানোর জন্য পার্বত্যবাসীকে আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। পার্বত্য অঞ্চলের প্রতিটি বাড়ীর আঙ্গিকে ফুল, ফল ও বনজ গাছ দিয়ে সাজানো গেলে বাড়ীর সৌন্দর্য্য বৃদ্ধি পায়। তিনি বলেন দেশের চলমান পরিস্থিতিতে বৃক্ষ প্রেমিদের আগমন আমাদের মুগ্ধ করেছে।

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোঃ জাহিদুল রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী, অশ্রেণীভূক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা।

সমাপনী অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। পরে বৃক্ষমেলায় অংশ গ্রহণকারী স্টল মালিকদের হাতে পুরস্কার তুলে দেন।