\ নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গামাটি শহরের মাদক সম্রাট খোকনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ ও রাঙ্গামাটি মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ অভিযানে কে কে রায় সড়কের জিমনেশিয়ামের পিছনে নিজ বাসা থেকে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ১৮,৫০০/- টাকা ও ২৯ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার হওয়া খোকন শহরের কে কে রায় সড়কের মৃত নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান রাঙ্গামাটি জেলার একমাত্র হোল সেইল মাদক ব্যবসায়ী খোকন। তিনি জিমনেসিয়াম এলাকা সহ রাজবাড়ী এলাকার সাধারণ মানুষের ঘুম নষ্ট করে দিয়েছে। খোকন রাজবন বিহার সড়কের বেশ কয়েকটি বাড়ীতে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করেছে এমন তথ্যও রয়েছে।
রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার জানান, খোকন দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় খোকনের মাধ্যমে মাদক সাপ্লাই হয়। তার অত্যাচারে এলাকার সকলেই অস্থির হয়ে রয়েছে। উঠতি বয়সী ছেলেদেরকে মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত করছে বলেও অভিযোগ রয়েছে।
রাঙ্গামাটি মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর আবু বকর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় সোমবার খোকনকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তার অধীনে ২০জনের অধিক মাদক কারবারী শহরে মাদক বিক্রি করে বলে জানা যায়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একাধিক মামলাও রয়েছে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী জানান, মাদকসহ আটক খোকনকে পুলিশের হেফাজতে দেয়া হয়। মঙ্গলবার আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।