প্রফেসর শিখা রানী চক্রবর্তী শ্রী শ্রী গীতাশ্রম মন্দির পরিদর্শন ও দুঃস্থদের মাঝে হিন্দু কল্যাণ ট্রাষ্টের অনুদান বিতরণ

রাঙ্গামাটি

পার্বত্য জেলা রাঙ্গামাটি অসাম্প্রায়িদক সম্প্রীতির জেলা— প্রফেসর শিখা রানী চক্রবর্তী

\ নিজস্ব প্রতিবেদক \

পার্বত্য জেলা রাঙ্গামাটি অসাম্প্রায়িদক সম্প্রীতির জেলা বলে আখ্যায়িত করেছেন প্রফেসর শিখা রানী চক্রবর্তী। তিনি বলেন, পার্বত্য রাঙ্গামাটির সনাতন সম্প্রদায়ের মানুষের সাথে সকল সম্প্রদায়ের যে ভ্রাতৃত্ববোধ তা আমাকে মুগ্ধ করেছে। তিনি বলেন জাতির পিতার অসম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। তা বাস্তবায়ন করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ধর্মীয় আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি করণ প্রকল্প -২য় পর্যায়ে প্রকল্প পরিচালক প্রফেসর শিখা রানী চক্রবর্তী।

শনিবার ১৫ জুন সন্ধ্যায় রাঙ্গামাটির ঐতিহ্যবাহী মন্দির শ্রী শ্রী গীতাশ্রম মন্দির পরিদর্শন ও দুঃস্থদের মাঝে হিন্দু কল্যাণ ট্রাষ্টের অনুদান বিতরণ কালে তিনি এই কথা বলেন।

শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের প্রতিনিধি আশীষ দাশ গুপ্তের সভাপতিত্বে সভায় হিন্দু কল্যাণ ট্রাষ্ট রাঙ্গামাটির জুনিয়র কনসালটেন্ট পরিমল মন্ডল, জুনিয়র কনসালটেন্ট ( ট্রেডিং). অনিক মজুমদার, শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার, মন্দিরের পুরোহিত ও পুরোহিত কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পুলক চক্রবর্তী, মন্দিরের সহ-সভাপতি রাজু প্রসাদ দে, সহ-সভাপতি ও সাংবাদিক নন্দন দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে অতিথি দুঃস্থ পরিবার গুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

এর আগে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ধর্মীয় আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি করণ প্রকল্প -২য় পর্যায়ে প্রকল্প পরিচালক প্রফেসর শিখা রানী চক্রবর্তী রাঙ্গামাটির বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন।