রাঙ্গামাটিতে জমকালো আয়োজনে ‘আঁরা চাঁটগাইয়া সাহিত্য উৎসব’

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে চাঁটগাইয়া ভাষার কবিতা, আবৃত্তি, ছড়া, গান ও নাচ পরিবেশনার মধ্যে দিয়ে জমাকালো অনুষ্ঠিান অনুষ্ঠিত হলো আঁরা চাঁটগাইয়া’র সংস্কৃতি উৎসব। রাঙ্গামাটি শিশু নিকেতন চত্বরে চাঁটগাইয়া সমিমিত রাঙ্গামাটির দ্বিতীয় বর্ষপুর্তি উপলক্ষে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।

শুক্রবার ৭ জুন দ্বিতীয় বর্ষপুর্তি অনুষ্ঠানে আঁরা চাঁটগাইয়া রাঙ্গামাটির সভাপতি প্রবনি সাংবাদিক সুনীল কান্তি দে’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন সদ¯্র শিক্ষাবিদ নিরূপা দেওয়ান।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহিদুর ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, সীতাকুন্ড লতিপ সিদ্দিকী ডিগ্রি করেজের অধ্যক্ষ শিমুল বড়–য়া, ইতিহাস গবেষক ও লেখক জামাল উদ্দিন, লেখক ও গবেষক জান-ই-আলম, বাংলাদেশ বেতার রাঙ্গামাটির উপ-আঞ্চলিক পরিচালক মোঃ সেলিম, লোক সাহিত্য ও চট্টগ্রামের ভাষার গবেষক ও গায়ক নাসির উদ্দিন হায়দার, প্রাবন্ধিক ও আইনজীবি রেবা বড়–য়া, আঁরা চাঁটগাইয়া রাঙ্গামাটির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম পবেৃ আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিকতার ছোঁয়ায় চট্টগ্রাম তথা চাঁটগাইয়া ভাষাভাষীর মানুষ নিজেদের অনেক সংস্কৃতি হারাতে বসেছেন। এখন কথা বরার ভাষা ব্যবহারের চলতি ভাষার ব্যবহার বেড়ে চাঁটগাইয়া ভাষার আধিপত্য কমে যাচ্ছে। আঁরা চাটগাইয়া সংগঠনের উদ্দেশ্র ও লক্ষ্য চাঁটগাইয়া সংস্কৃতি ধারণ করে টিকিযে রাখা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে ছিল ছড়া, কবিতা আবৃত্তি, গান, নাচ ও কৌতুক সহ প্রভৃতি আয়োজন দিনব্যাপী এই বর্নাঢ্য আয়োজনের সাঙ্গ হয় সন্ধ্যায়।