\ নিজস্ব প্রতিবেদক \
পর্যটন নগরী রাঙ্গামাটি পৌরসভাকে দুষণ ও পরিস্কার পচ্ছিন্ন রাখতে প্রচার প্রচারণা অভিযানে নেমেছে রাঙ্গামাটি পৌরসভা। পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর এই প্রকল্পের আওতায় রাঙ্গামাটি পৌরসভা কর্তৃপক্ষ দুপুরে বনরূপা সহ বিভিন্ন বাজারে প্রচার প্রচারণা অভিযান পরিচালনা করেন এবং প্রতিটি দোকানে লিফলেট বিতরণ করা হয়।
প্রচার অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গামাটি পৌরসভার সচিব ও রাঙ্গামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মোঃ শামীম হোসেন। এ সময় রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র কালায়ন চাকমা, রাঙ্গামাটি পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ জামাল উদ্দিন, রাঙ্গামাটি পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম, কনজারভেন্সী ইন্সেপেক্টর দোলন বড়–য়া, কনজারভেন্সী সুপারভাইজার বিপ্লব তালুকদার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সচেতনতা মুলক অভিযানে রাঙ্গামাটি শহরকে পরিচ্ছন্ন রাখতে রাঙ্গামাটি কোর্ট বিল্ডিং এলাকা থেকে বনরুপা কাচা বাজার সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদেরকে দোকানের ময়লা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার অনুরোধ জানান।