ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদার করন বিষয়ক অবহিতকরণ কর্মশালা

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

পার্বত্য দূর্গম এলাকা গুলোতে প্রসব সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্মী ও ইউনিয়নের জনপ্রতিনিধিদের এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম পরিবার পরিকল্পনা পরিচালক গোলাম মোঃ আজম। তিনি বলেন একটি নিরাপদ মাতৃত্ব আমাদের নিশ্চিত করতে পারলে আমার মেধাবী আগামী প্রজন্ম নিশ্চিত করতে পারবো।

আজ ০২ জুন সোমবার রাঙ্গামাটি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদার করন বিষয়ক অবহিতকরণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, রাঙ্গামাটি জেলা তথ্য অফিসার উপ-পরিচালক আব্দুল আল মামুন, রাঙ্গামাটি বিএমএ সভাপতি ডাঃ উদয় শংকর দেওয়ান, রাঙ্গামাটি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যা চিং সাগর, রাঙ্গামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দূর্গেশ্বর চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত এবং সার্বক্ষনিক প্রসব সেবা জোরদার করনের বিষয়ে আলোচনা করা হয়।