শুভলং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যাতায়াতের জন্য বোট উপহার দিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গামাটির দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। তারাই ধারাবাহিকতায় রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার শুভলং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বোট উপহার দিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মামদ মোশারফ হোসেন খান।
এ সময় রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৈহিদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ জাহিদুল ইসলাম, বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহি অনুপম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


রাঙ্গামাটির বরকল উপজেলার শুভলং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি নদী উপকুল অবস্থায় হওয়ায় স্কুলের শিক্ষার্থীরা নৌকা সহ বিভিন্ন ভাবে স্কুলে যাতায়াত করছে। শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বোটটি উদ্বোধন করেন। দীর্ঘদিন পর নিজেদের একটি নৌযান হওয়ায় ছাত্র ছাত্রীরা খুবই খুশী।
রাঙ্গামাটি জেলা প্রশাসক বলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসন সব সময় শিক্ষা বান্ধব একটি প্রতিষ্ঠান। রাঙ্গামাটির দুর্গম এলাকার শিক্ষার মানোন্নয়নের জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারাই ধারাবাহিকতায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বরকল উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করি। বরকল উপজেলা প্রশাসন বোট তৈরী করে দিলে গতকাল তা ছাত্র ছাত্রীদেরকে বুঝিয়ে দেয়া হয়েছে। আশা করছি চলতি বর্ষা মৌসুমে ছাত্র ছাত্রীদের স্কুলে যাতায়াতে তেমন কোন অসুবিধা হবে না।