রাঙ্গামাটিতে দুইদিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী

রাঙ্গামাটি

রাঙ্গামাটি জেলার দুর্গম এলাকা গুলোতেও বিজ্ঞানের যে চর্চা হচ্ছে তা এই বিজ্ঞান মেলাই প্রমান করে— মোহাম্মদ মোশারফ হোসেন খান

\ নিজস্ব প্রতিবেদক \

বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে দুই দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫তম বিজ্ঞান মেলা) ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড, ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শেষ হয়েছে।

সোমবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গনে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি এ শ্লোগানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, রাঙ্গামাটি জেলার দুর্গম এলাকা গুলোতেও বিজ্ঞানের যে চর্চা হচ্ছে তা এই বিজ্ঞান মেলাই প্রমান করে। তিনি বলেন, ক্ষুদ্র শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক যে প্রজেক্ট গুলো তৈরী করেছে তা খুবই আকর্ষনীয়। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এসে আমাদের সকলকে বিজ্ঞানের সাথে সাথে এগিয়ে যেতে হবে। বিজ্ঞানকে যদি আমাদের আগামী প্রজন্মের শিশুরা ভালোভাবে রপ্ত করতে পারে তাহলে আমাদের দেশ আরো বেশী এগিয়ে যাবে।

এবারের ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযু্ক্িত সপ্তাহ উপলক্ষে এ মেলায় রাঙ্গামাটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ টি স্টলে মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট উপস্থাপন করেন।