\ নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় ২০২৪ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
মঙ্গলবার বিকালে ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সংবর্ধনা প্রদাণ করা হয়।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এসময়ে আরো আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপর মীর আবু তৌহিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধক হাজী কামাল উদ্দিন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধার ছিলেন বলেই আমরা একটি দেশ পেয়েছি। প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত দেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এতে সকলের সহযোগীতা কামনা করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল ও সম্মাননা এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলায় বসবাসরত শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।