আজকের শিশু-কিশোররাই আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে – অংসুইপ্রু চৌধুরী
আগামী প্রজন্মকে জাতির পিতার আদর্শ বুকে ধারণ করলে নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে পারবে—- এ,কে,এম মকছুদ আহমেদ
। নিজস্ব প্রতিবেদক ।
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেছেন , আজকের শিশু-কিশোররাই আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে। সেই স্মার্ট বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার জন্য তিনি শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আহবান জানান।
শনিবার সকাল ১১টায় জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটি শাখা আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা সভাপতি মনসুর আহম্মেদর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: শাহ এমরান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মো: রফিকুল মাওলা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, জেলা আওয়ামীলীগ সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মো: শাহজাহান, পৌরসভা কাউন্সিলর মো: জামাল উদ্দিন, ছাত্রনেতা হাসু দেওয়ান প্রমুখ।
অংসুইপ্রু চৌধুরী আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সকলে ভূমিকা পালন করতে হবে। আগামী ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে তার কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। তার কাজ গুলো সঠিক ভাবে বাস্তবায়ন করতে পারলেই জাতির জনকের স্বপ্ন পুরণ হবে। তিনি বলেন, জাতির পিতার জন্মদিনকে জাতীয় শিশু দিবস ঘোষনা করা হয়েছে। আগামী দিনের শিশুরা যদি জাতির পিতার আদর্শ গুলো ধারণ করতে পারে তাহলে নিজেকে একজন সৎ ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে পারবে। তিনি বলেন, প্রতিটি পিতামাতাকে শিশুদেরকে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা সহ বিভিন্ন কার্যক্রমে জড়িত করে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে আহবান জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে শনিবার শিশু কিশোরদের নিয়ে চারটি বিভাগে নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতায় চারটি বিভাগে প্রায় ৩শতাধিক প্রতিযোগি অংশ গ্রহন করে।
আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিশু-কিশোরদের আওয়ামীলীগ কার্যালয় কনফারেন্স হলে পুরস্কার বিতরণ করা হবে।