পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি ধরে রাখতে আমাদেরকে আরো বেশী কাজ করতে হবে—– রেমলিয়ানা পাংখোয়া
\ নিজস্ব প্রতিবেদক \
পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি ধরে রাখতে আমাদেরকে আরো বেশী কাজ করতে হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও ক্ষুদ নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউটের আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় আরো বেশী মনোযোগী করে তুলতে হবে। পার্বত্য অঞ্চলের সংস্কৃতিকে দেশ বিদেশে ছড়িয়ে দিতে হবে বলে তিনি মত ব্যক্ত করেন।
৪ মার্চ সোমবার রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী মিলনায়তনে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও চাকমা ভাষা ও বর্নমালা শিক্ষা প্রশিক্ষণ কোর্স, চিত্র কর্মশালার পুরস্কার ও সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিষ্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙ্গামাটি সুর নিকেতন একাডেমীর অধ্যক্ষ মনোজ বাহাদুর গুর্খা, রাঙ্গামাটি জেলা শিল্পকলা একামেডীর প্রাক্তন কালচারাল অফিসার মুজিবুল হক বুলবুল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। এছাড়া চাকমা ভাষা ও বর্নমালা শিক্ষা প্রশিক্ষণ কোর্স, চিত্র কর্মশালার পুরস্কার ও সনদপত্র বিতরণ তুলে দেন অতিথিরা।
সব শেষে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিটিউটের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।