রাঙ্গামাটিতে ভেদভেদি বেতারকেন্দ্র এলাকায় কাঠবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কে ভেদভেদি বেতারকেন্দ্র এলাকায় কাঠবাহী ট্রাক চট্রমেট্রো-ট-১১-০৭৩৫ ও প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যান ঢাকামেট্রো-অ-১৩-১১৮৭ মুখোমুখি সংঘর্ষ হয়।
বুধবার(৭ ফেব্রæয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনায় ৩(তিন) জন আহত হয়।

ট্রাক ইউনিয়নের সভাপতি মোঃ রুহুল আমিন বলেন, রাঙ্গামাটি থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া কাঠবাহী ট্রাকটি ভেদভেদি বেতারকেন্দ্র এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ৩( তিন) জন আহত হয়।

আহতরা হলেন, ট্রাক ড্রাইভার মোঃ রিয়াজ (৩০) পিতাঃ শহিদুল ইসলাম সাংঃ- দক্ষিণ পাহাড়তলী থানাঃ- হাটহাজারী, চট্টগ্রাম, কাঠের চালানদার মোঃ জসিম উদ্দিন (৩৩) পিতাঃ- আবুল কালাম, সাংঃ- কাঠালতলী,থানাঃ- কোতোয়ালি, রাঙ্গামাটি সদর, কাভার্ড ভ্যানের চালক মোঃ- আকতার হোসেন (২৯) পিতাঃ- রফিকুল ইসলাম সাংঃ- বিছুন্নাপাড়া থানাঃ- বাঁশখালী, চট্টগ্রাম। আহতদের সবাইকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে তিনি জানান।