দীপংকর তালুকদার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচছা

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অবিসংবাদিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচছা জানিয়েছেন বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও বন বিভাগ।


আজ সকালে দীপংকর তালুকদারের বাস ভবন দীপালয়ে দীপংকর তালুকদারকে ফুলেল শুভেচছা জানান রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী। রাঙ্গামাটি বন বিভাগ, রাঙ্গামাটি সদর উপজেলা আওয়ামী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি শাখা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


রাঙ্গামাটি বন বিভাগের রাঙ্গামাটি বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, ইউএসএফ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা, পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের এসিএফ গঙ্গা প্রসাদ চাকমা, পাবৃত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের এসিএফ মাসুম আলম, জুম নিয়ন্ত্রণ বিভাগের এসিএফ মোঃ তবিবুর রহমান, রেঞ্জ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা কামরুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক সহ অন্যান্য কর্মকর্তারা।


রাঙ্গামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক সুখময় চাকমা ও ষুগ্ম সম্পাদক সজল চাকমা চম্পার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি শাখা সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক বিপুল ত্রিপুরা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।