নতুন প্রজন্মেকে সুশিক্ষায় শিক্ষিত ও সুশৃঙ্খল করে তুলতে সেন্ট ট্রিজার স্কুল ভূমিকা রাখছে— মোঃ আকবর হোসেন চৌধুরী
\ নিজস্ব প্রতিবেদক \
নতুন প্রজন্মেকে সুশিক্ষায় শিক্ষিত ও সুশৃঙ্খল করে তুলতে সেন্ট ট্রিজার স্কুল ভূমিকা রাখছে বরে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পৌর মেযর মোঃ আকবর হোসেন চৌধুরী। তিনি বলেন, স্কুলের ডিসিপ্লিন ও অনেক ভালো শিক্ষক রয়েছে বলে ছেলে মেয়েদের মেধার বিকাশ ঘটছে।
গতকাল রাঙ্গামাটি সেন্ট ট্রিজার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
রাঙ্গামাটি সেন্ট ট্রিজার স্কুলের প্রধান শিক্ষাক সিস্টার কাকলী রোজারিওর সভাপতিত্বে অনুষ্টিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শাহ বহুমুখী উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, রাঙ্গামাটি ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার মাইকেল রায় সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদৈর সালাম গ্রহণ, মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন শিক্ষার্থীরা।
প্রতিযোগিতা শেষে বিজযীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাঙ্গামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী ও অতিথিরা।