পাহাড় থেকে খেলোয়াড় ও শিল্পী তৈরীতে কাজ করছে বর্তমান সরকার—- রেমলিয়ানা পাংখোয়া
\ নিজস্ব প্রতিবেদক \
বিলাইছড়ি উপজেলায় সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলার বিকাশের জন্য বিভিন্ন স্কুল ও সংগঠনের মাঝে সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জাম তুলে দিয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়া।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য এই সামগ্রী তুলে দেন।
এ সময় রেমলিয়ানা পাংখোয়া বলেন, পাহাড়ের ক্ষুদ্র নৃ গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তারই আলোকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এই উদ্যোগ গ্রহন করেছে। এই অঞ্চল থেকে যাতে খেলোয়াড় ও সাংস্কৃতিক শিল্পী উঠে আছে তার জন্য আমাদের হাত সব সময় প্রসারিত থাকবে।
বিলাইছড়ি উপজেলার ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণকৃত প্রতিষ্টান গুলো হচ্ছে বিলাইছড়ি উপজেলার দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়। দুটি স্কুলের পক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী গ্রহণ করেন প্রধান শিক্ষক / সহকারী শিক্ষক বৃন্দ।
এছাড়া ধূপ্যাচর তরুন সবুজ সংঘ ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান করার হয়। এই সামগ্রী গুলো সংগঠনের প্রতিনিধিরা এই সকর সামগ্রী গ্রহণ করেন।