\ নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গামাটি ২৯৯নং সংসদীয় আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে। আওয়ামীলীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে দীপংকর তালুকদার বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। ২১৩ টি কেন্দ্রে দীপংকর তালুকদার পেয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ৩৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ সাংস্কৃতিক জোটের প্রার্থী অমর কুমার দে পেয়েছেন ৪ হাজার ৯৬৫ ভোট।
রাঙ্গামাটি জেলা রিটানিং অফিসার ও রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান উপস্থিত সাংবাদিক ও বিভিন্ন সংস্থার সম্মুখে এই ফলাফল ঘোষণা করেন।
রাঙ্গামাটির ৮ টি কেন্দ্রে শূন্য ভোট পড়েছে। তার মধ্যে বাঘাইছড়ির ৫ টি ভোট কেন্দ্র ও কাউখালীর ৩ টি কেন্দ্রে শূন্য ভোট পড়েছে।
ঘোষিত ২১৩ টি কেন্দ্রের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ প্রার্থী নৌকা প্রতীকে দীপংকর তালুকদার পেয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ৩৭৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের ছড়ি মার্কা প্রার্থী অমর কুমার দে পেয়েছেন ৪ হাজার ৯৬৫ ভোট এবং তৃণমুল বিএনপির সোনালী আঁশ প্রতীক নিয়ে পেয়েছে ২ হাজার ৬৯৩ ভোট।
জেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির ১০ উপজেলার দুই পৌরসভাসহ মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫০ হাজার ৯৪৪ ও নারী ভোটার দুই লাখ ২৮ হাজার ৩৭৩ জন।