\ নিজস্ব প্রতিবেদক ্্
রাঙ্গামাটি সদর উপজেলার নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন ৬ ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।
গতকাল রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।
এ সময় রাঙ্গামাটি বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকাশ তালুকদার, মগবান সচিব অমৃত লাল চাকমা, বন্দুক ভাঙ্গা সচিব ভিম রঞ্জন চাকমা, জীবতলী সচিব অমর কান্তি চাকমা, সাপছড়ি সচিব মতি লাল চাকমা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার সচিবদের দায়িত্বের সাতে সঠিক ভাবে জনগনের উপকার করার আহবান জানান।