\ নিজস্ব প্রতিবেদক \
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ বছর পূর্তিতে রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে শহরে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি কল্যাণপুর এলাকায় শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন, রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী, রাঙ্গামাটির ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও রাঙ্গামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি ও রাঙ্গামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মারুফ আহমেদসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যালীটি রাঙ্গামাটি কল্যাণপুর এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জোন মাঠে গিয়ে শেষ হয়। র্যালীতে রাঙ্গামাটিতে বসবাসরত সকল স¤প্রদায় বিভিন্ন ফেষ্টুন ও ব্যানার নিয়ে বর্ণাঢ্য এই র্যালীতে অংশগ্রহন করেন।
পরে পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটি রিজিয়নের তত্ত¡াবধানে কাপ্তাই হ্রদে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, ডিজিএফআই রাঙ্গামাটি অঞ্চলের অধিনায়ক কর্নেল মো. আনোয়ারুল ইসলাম, বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান এবং রাঙ্গামাটি রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন উপস্থিত ছিলেন।
বড় নৌকা প্রতিযোগিতায় নারী বিভাগে প্রথম হয়েছেন জুল্যরাণী ত্রিপুরা ও তার দল, দ্বিতীয় হয়েছে আলো ত্রিপুরা ও তার দল এবং সুবর্ণ ত্রিপুরা ও তাল দল তৃতীয় স্থান অধিকার করে।
বড় নৌকা প্রতিযোগিতায় পুরুষ বিভাগে রতন ত্রিপুরা ও তার প্রথম, একান্ত ত্রিপুরা ও তার দল দ্বিতীয় এবং চিরমণি ত্রিপুরা তার তৃতীয় স্থান অধিকার করে। বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ নগদ অর্থ এবং পুরষ্কার প্রদান করেন।