\ নিজস্ব প্রতিবেদক \
পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তিতে রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে পাহাড়ী বাঙ্গালী প্রায় ২ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
গতকাল সকাল থেকে রাঙ্গামাটি রিজিয়নে প্রান্তিক মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন রাঙ্গামাটি রিজিয়নের উর্দ্ধতন কর্মকর্তা। এ সময় রাঙ্গামাটি রিজিয়নের উর্দ্ধতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তি চুক্তি সম্পাদান বিশে^র ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। এরই ধারাবাহিকতায় সরকার পার্বত্য চট্টগ্রামে সকল ধরনের উন্নয়নমুলক কার্যক্রম গ্রহণ করে আসছে। ধারবাহিক এই উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা রক্ষার পাশাপাশি ব্যাপক উন্নয়ণ কর্মকান্ড যথেষ্ট অবদান রেখেছে। এই উন্নয়নের অংশ হিসেবে রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক রিজিয়নের আওতাধীন পাহাড়ী বাঙ্গালীদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করা হয়েছে।
বাংলাদে সেনাবাহিনী একটি বৈষম্যহীন প্রতিষ্ঠান। বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতি-উপজাতি ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এই ধরনের সেবামুলক কার্যক্রমের রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করনের লক্ষ্যে কাজ করতে এবং দূর্গম এই পাহাড়ী এলাকার জনগনের কল্যাণার্থে সকল কার্যক্রম সকলের পাশে থাকতে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরনের সেবামুলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।