দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছে দীপংকর তালুকদার

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক\

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছে ২৯৯ নং আসনের বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার। ১৯ নভেম্বর রবিবার সকালে দীপংকর তালুকদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অংসুইপ্রæ চৌধুরী, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।

এ সময় রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বৃষকেতু চাকমা, সহ-সভাপতি ত্রিদীব কান্তি দাশ, রাঙ্গামাটি পৌর মেয়র ও যুবলীগ সভাপতি আকবর হোসেন চৌধরী, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান অংসুছাইন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়া, বরকল উপজেলা আওয়ামীলীগ নেতা ও জেলা আওয়ামীলীগের সদস্য সবির কুমার চাকমা, লংগদু উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগ সদস্য বাবুল দাশ বাবু, কাউখালী উপজেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী, জেলা আওয়ামীলীগ সদস্য ওয়াশিংটন চাকমা, সদস্য আশীষ কুমার নব, সদস্য মোঃ আবু তৌব, যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় মনোনয়ন পত্র সংগ্রহের পর নেতাকর্মীরা দীপংকর তালুকদারে হাতে তুলে দেন মনোনয়নপত্র ফরম।

নেতৃবৃন্দ বলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের একক প্রার্থী হিসাবে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদারকে আমরা সমর্থন করেছি। তার সমর্থনে আওয়ামীলীগের তৃণমুল পর্যায়ের সকল নেতাকর্মী আজ ঢাকায় এসেছি। দাদার পক্ষে দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, আঞ্চলিক রাজনৈতিক বাধা না আসলে এবারের নির্বাচনে দীপংকর তালুকদারের জয় নিশ্চিত।

দীপংকর তালুকদার রাঙ্গামাটির ২৯৯ আসন থেকে ৬ বার নির্বাচন করে। এরশাদ সরকার পতনের পর থেকে পার্বত্য ২৯৯ আসনের চিত্র ছিলো এরকম, ১৯৯১ সালের নির্বাচনে জয়লাভ করে দীপংকর তালুকদার, ১৯৯৬ সাল সরকার গঠণ করে আওয়ামীলীগ পার্বত্য অঞ্চলের দ্বিতীয়বার নির্বাচনে থেকে আবারো দীপংকর তালুকদার জয়লাভ করে ১৯৯৭ সালে শান্তি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি বাস্তবায়ন ও পাওয়া না পাওয়া নিয়ে আঞ্চলিক দল গুলোর সাথে বিরোধ দেখা দেয় দীপংকর তালুকদারের। ২০০১ সালের নির্বাচনে চুক্তি নিয়ে বিরোধীতা কারী বিএনপির প্রার্থী মনি স্বপন দেওয়ানকে সমর্থন দিয়ে দীপংকর তালুকদারকে পরাজিত করে। সাধারণ মানুষের ভালোবাসায় ২০০৮ সালে আবারো নিবাচনে জয় লাভ করে দীপংকর তালুকদার। ২০১৪ সালের নির্বাচনে আঞ্চলিক দলের তৎপরতায় ও বিএনপির সহযোগিতায় জয় লাভ করে জেএসএস প্রার্থী উষাতন তালুকদার। এই বারের নির্বাচনে ৪০ টি কেন্দ্রে কোন ভোট পায়নি দীপংকর তালুকদার। আবারো সকলের ভালোবাসায় ২০১৮ সালে এসে আওয়ামীলীগের দীপংকর তালুকদার তার হারানো সিট ফিরে পায়। এবার ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে এবং পার্বত্য অঞ্চলের যে উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব হবে বলে সচেতন মহল মনে করেন।