তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন না হলে দেশের জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়—-দীপংকর তালুকার এমপি
॥ নিজস্ব প্রতিবেদক ॥
তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন না হলে দেশের জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুলদার এমপি। তিনি বলেন, বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বিগত সরকার আমলে পাহাড়ে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তেমন কেউ ভাবেননি। বর্তমান সরকার আমলেই আনাচে কানাচে উন্নয়ন হচ্ছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার সুবাদে। এতে করে পার্বত্য এলাকার আনাচে কানাচে উন্নয়নের ছোয়া পড়ছে। এলাকার মানুষ উপকৃত হচ্ছে। তাই এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারো আওয়ামীলীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সাড়ে ৯ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
এসময় নানিয়ারচরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৫ কোটি ৭০ লক্ষ টাকা ব্যায়ে উপজেলা পরিষদের মিলয়াতন ও রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে নানিয়ারচর উপজেলায় বঙ্গবন্ধু মুর্যালী ও গ্যালারী নির্মিাণ, ৩টি রাস্তা, ৩টি বৌদ্ধ বিহার, একটি মসজদি, একটি কমিউনিটি সেন্টার একটি ক্লাবঘরসহ মোট ১০টি কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি।
ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: সাইফুল ইসলাম, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য ত্রিদীব কান্তি দাশ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আহমেদ শফি, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান উপস্থিত ছিলেন।
পরে নানিয়ারচর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।