\ নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বেতছড়ি গুচ্ছগ্রাম এলাকায় জীপগাড়ি উল্টে গিয়ে বিপুল চাকমা (১৭) পিতাঃ নিবারন চাকমা নামে ১ জন মৃত্যুবরণ করে। এবং ৬ জন আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কাউখালী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ পারভেজ বলেন, ঘাগড়া স্বধর্ম বৌদ্ধ বিহারের চীবর দান থেকে ফেরার পথে আনুমানিক মধ্যে রাত সাড়ে ১২টা দিকে বেতছড়ি (গুচ্ছগ্রাম) এলাকায় পৌঁছলে জীপ গাড়িটি দুর্ঘটনা কবলে পড়ে।
দুর্ঘটনায় আহত হন বিপুল চাকমা (১৭), পিতা-নিবারণ চাকমা, শুভ চাকমা (১৮), সুলক্ষণ চাকমা (১৮) পিতা-শংকর চাকমা, সুজন চাকমা(১৯) পিতা-সূর্য কুমার চাকমা, সোহেল চাকমা (১৪) পিতা-প্রতি চাকমা, নোবেল চাকমা(২২),পিতা- মঙ্গল কুমার চাকমা, অরবিন্দু চাকমা(৩২), পিতা-মৃতঃ সুনীল বিকাশ চাকমা। আহত ৭ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বিপুল চাকমা (১৭), পিতা-নিবারণ চাকমা নামে একজনকে মৃত ঘোষণা করে।
আহত শুভ চাকমা বলেন, ঘাগড়া স্বধর্ম বৌদ্ধ বিহার চীবর দান থেকে ফেরার পথে বেতছড়ি (গুচ্ছগ্রাম) এলাকায় পৌঁছলে আমাদের গাড়িটি দু’বার উল্টে যায় এবং গাড়ির নিচে দুজন পড়ে যায়। তার মধ্যে বিপুল চাকমা (১৭), পিতা-নিবারণ চাকমা নামে একজন মৃত্যুবরণ করে। তাদের সবার বাড়ি ঘাগড়া ইউনিয়নের পানছড়ি এলাকার বলে জানা গেছে।