ধর্মীয় প্রতিষ্ঠান নির্মিত হওয়ায় সকল সম্প্রদায় নিজ নিজ ধর্ম চর্চা করতে পারছে– দীপংকর তালুকদার
\ নিজস্ব প্রতিবেদক \
পার্বত্য রাঙ্গামাটিতে প্রতিটি সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের মাধ্যমে এ সরকার ধর্ম চর্চার পবিত্র স্থান তৈরী করে দিয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মিত হওয়ায় সকল সম্প্রদায় নিজ নিজ ধর্ম চর্চা করতে পারছে। এই ধর্মীয় চর্চার মাধ্যমে সমাজ থেকে সাম্প্রদায়িতা দুর হবে এমনটাই মনে করেন তিনি।
শুক্রবার রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কেইল্যামুড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের ভবন উদ্বোধন করতে গিয়ে তিনি এই কথা বলেন।
কেইল্যামুড়া কালী মন্দিরের সভাপতি ও মহিলা মেম্বার জীবনশ্রী ত্রিপুরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রাঙ্গামাটির সভাপতি অমলেন্দু হাওলাদার, বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর চাকমা, মেম্বার বিপুল ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ২০ লক্ষ টাকা ব্যয়ে মন্দিরটি নির্মাণ কাজ সম্পন্ন করেন।