পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে শেখ হাসিনার সরকার যে ভাবে এগিয়ে এসেছে অন্য কেউ চিন্তাও করেনি— দীপংকর তালুকদার
\ নিজস্ব প্রতিবেদক \
পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে শেখ হাসিনার সরকার যে ভাবে এগিয়ে এসেছে অন্য কেউ চিন্তাও করেনি বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন এ সরকার উন্নয়ন করে গেলেও একটি মহল বাধা সৃষ্টি করছে। তবে জনগন আমাদের পাশে ছিল বলেই রাঙ্গামাটিতে মেডিক্যাল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের স্থাপন করা হয়েছে। তিনি বলেন জনগন পাশে থাকলে কোন বাধায় এই উন্নয়নকে রুখতে পারবে না।
আজ ৭ নভেম্বর মঙ্গলবার রাঙ্গামাটি সদর উপজেলা বালুখালী ইউনিয়নের বসন্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা নতুন একাডেমি ভবন উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য ঝর্ণা খীসা, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, রাঙ্গামাটি জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক খীসা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরিদর্শক ও রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি রণতোষ মল্লিক রাঙ্গামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীপংকর তালুকদার বলেন পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মাতৃভাষা শিক্ষা ব্যাবস্থা চালু করেছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আজ মাতৃভাষা শিক্ষায় শিক্ষা গ্রহন করতে পারছে। রাঙ্গামাটির উন্নয়নে প্রধানমন্ত্রী নজর দিয়েছে বলে আজ রাঙ্গামাটির দূর্গম এলাকা গুলোতে উন্নয়নের ছোয়া লেগেছে। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ সহ সকল ক্ষেত্রে আজ অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান দীপংকর তালুকদার।
রাঙ্গামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যায়ে স্কুল ভবন নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে বালুখালী ইউনিয়নের এগোইজ্যা পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।